Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুমতি পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-২০’র দ্রæত জনপ্রিয়তার পর পাঁচদিনের ফরম্যাটের মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে দীর্ঘপ্রতিক্ষীত নয় জাতির টেস্ট চ্যাম্পিয়নশীপের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল অকল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় টেস্ট চ্যাম্পিয়নশীপ ছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং এবং চারদিনের টেস্টেও বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আইসিসি প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কাছে অগ্রাধিকারের বিষয় ছিলো একটি অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের অর্থবহতা ও বিশেষ করে টেস্ট অঙ্গনের উন্নতি।’
অনুমোদিত সূচি অনুযায়ী ২০১৯ সালে শুরু হবে টেস্ট লীগ এবং নয়টি দল এতে অংশ নেবে। দুই বছরে দলগুলো ছয়টি করে সিরিজ খেলবে যার মধ্যে তিনটি হবে দেশের মাটিতে এবং অপর তিনটি হবে এ্যাওয়ে। লিগের শীর্ষ দুই দল লর্ডসে ফাইনাল খেলবে।
ধুমধাড়াক্কা ও বিগ হিটিং টি-২০ ভার্সনের দ্রæত অগ্রগতির বিষয়টি বিচেনা করে দর্শক ও টেলিভিশনে লংগার ভার্সনের জনপ্রিয়তা বাড়াতে বেশ কয়েক বছর যাবত টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রয়োজনীয়তার কথা বলে আসছে আইসিসি। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে বেড়িয়ে নতুন ধারা আনাটা নতুন চ্যালেঞ্জ নয়। তবে এবারই প্রথম একটি সত্যিকারের সমাধানে সকলের সম্মতি পাওয়া গেছে।’
টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহণকারী নয়টি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে একটি সত্যিকারের ‘তাৎপর্যপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটা একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি। আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়ে আইসিসি এবং সদস্য দেশগুলো একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন। এভাবেই আমরা খেলাটির তিন ফর্মেটের অগ্রগতি দেখতে চাই।’
অকল্যান্ড সভায় পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট আয়োজনের বিষয়েও সম্মতি দেয়া হয়। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে পরীক্ষামুলকভাবে প্রথম চার দিনের টেস্ট খেলবে। ২০২০ সালে ১৩ জাতির একটি ওয়ানডে লীগও শুরু করবে আইসিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ