Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথম দিনের খেলায় কিশোরগঞ্জ ৪০-৮ পয়েন্টে সাতক্ষীরাকে, রংপুর ৩৬-১৫ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জকে, দিনাজপুর ৪২-১৮ পয়েন্টে ময়মনসিংহকে এবং ঝালকাঠি ২৪-২০ পয়েন্টে বরিশালকে হারায়। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি, এমপি ও সাধারণ সম্পাদিকা হামিদা বেগম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় আট বিভাগের ১৪টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের ১৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ