Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইন পরিস্থিতি নিয়ে কমিটি

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : রোহিঙ্গাদের নাম উল্লেখ না করে রাখাইন সঙ্কট সমাধানে আবারো জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে সু চি এ ঘোষণা দেন। রোহিঙ্গা নির্মূল অভিযান নিয়ে সারা বিশ্বের সমালোচনার মুখে ঐক্যের ডাক দিয়ে তিনি জানান, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আন্তর্জাতিক ও স্থানীয় পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে কাজ করবে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। সু চি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছে। আমাদের আন্তর্জাতিক মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও আমাদের দেশের প্রকৃত অবস্থা আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। অন্য কেউই আমাদের মত করে আমাদের দেশের শান্তি ও উন্নয়ন কামনা করবে না। কিন্তু সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ফিরবে, তাদের স্থায়ী প্রমাণ দিয়েই ফিরতে হবে। যদিও এ ধরনের প্রমাণপত্র খুব কম জনেরই আছে। কয়েক দশক ধরে রোহিঙ্গারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে আসছে। গত ২৫ আগস্ট রাখাইনে নতুন করে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ শুরু হলে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়েছে। জাতিসংঘ এই হত্যাযজ্ঞকে জাতিগত নিধন বলে আখ্যা দিয়েছে। মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, রোহিঙ্গা মুসলিমরা অবৈধভাবে মায়ানমারে অবস্থান করছে। যদিও অনেক পরিবার জন্ম থেকেই মিয়ানমারের অবস্থান করছে। সু চি তার বক্তব্যে দেশটির অন্যান্য নৃগোষ্ঠীর নাম উল্লেখ করলেও রোহিঙ্গা শব্দটি একবারও উচ্চারণ করেননি। আগামীতে ওই এলাকায় সহিংসতা বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের একটি টেকসই পথ খোঁজার কথাও সু চি বলেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেক কাজ করতে হবে এবং মিয়ানমারের উদ্যোক্তা, এনজিও ও জনগণ এ বিষয়ে সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ