Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ইরান পরিকল্পনা ইউরোপকে রুশ-চীনের দিকে ঠেলে দিচ্ছে : জার্মানি

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু সমঝোতা থেকে সরে আসার পরিকল্পনা ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটন বিরোধী করে তুলছে। পাশাপাশি তাদেরকে চীন এবং রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলেও জানান তিনি। জার্মান সংবাদপত্র আরএনডিকে এ কথা বলেছেন তিনি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সংঘবদ্ধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমেরিকাকে ইউরোপীয় দেশগুলোর বলা উচিত যে ইরানের বিষয়ে ওয়াশিংটনের আচরণ ইউরোপীয় দেশগুলোকে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেবে। ইউরোপীয় দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সঙ্গে অভিন্ন অবস্থানের দিকে ঠেলে দেয়া হবে বলেও জানান তিনি। ইরানের বিষয়ে ট্রাম্প নতুন পরিকল্পনা প্রকাশ করবে বলে যখন জল্পনা-কল্পনা চলছে তখন এ বক্তব্য দিলেন তিনি। এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অত্যন্ত অদক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছিল বলে আবারো নিজের ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প তার সমর্থন তুলে নেবেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার দেখা মতে এই সমঝোতা সবচেয়ে অদক্ষতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পার্সটুডে, ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ