রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পানামার অভ্যন্তরে অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে বলে পানামা প্রকৌশলী শাখা থেকে জানা গেছে। প্রকৌশলী শাখা আরও জানান, এসব উন্নয়নমূলক অবকাঠামোগুলোর মধ্যে রয়েছে ১নং গেট থেকে ৫নং গেট পর্যন্ত আরসিসি রোডের কাজ, ৩৬ হাজার স্কয়ার ফুটের দুটি গুদাম ঘরের কাজ নির্মাণ হয়েছে। ইতিমধ্যে ৪নং গেটের সামনসহ বিভিন্ন স্থানের ইয়ার্ড নির্মাণের শেষ হয়েছে। প্রশাসনিক ভবন সিকিউরিটি ভবনের কাজ শেষে পথে বলে পানামা দপ্তর থেকে জানাগেছে। এছাড়া পানামা ইয়ার্ডের ভেতরে যানজন নিরসন করার লক্ষ্যে ১নং গেটের কাছে একটি ওয়েব্রিজসহ নিয়ন্ত্রণ কক্ষ নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া পানামা ইয়ার্ডের চারদিকে উঁচু করে নিরাপত্তা বেষ্টনীর কাজ শেষ হয়েছে। আগামী বর্ষার পূর্বেই পানামা ইয়ার্ডের ভেতরে আমদানি-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রমের কোন ধরনের বিঘœ সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পানামা ইয়ার্ডের সংকুলান সমস্যার সমাধান কল্পে ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ আরো জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন বলে একই সূত্রে জানা গেছে। এদিকে সোনামসজিদের একটি সূত্রে জানিয়েছেন, ১শ’ বিঘা বালিয়াদিঘীসহ আশপাশের প্রায় ৪শ’ বিঘা সরকারের খাস জমি রয়েছে। এই খাস জমি উদ্ধার করে পানামা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেই পানামা ইয়ার্ডের সমস্যা সমাধান হয়েছে যাবে। একই সাথে সরকারের বেহাত হওয়া খাস সম্পত্তি উদ্ধার হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।