মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের দার্জিলিং শহর থেকে ২০ কিলোমিটার দূরে তুবগার বনে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং অবস্থান করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে বিমলের অনুসারীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। বন্দুক যুদ্ধে পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত এবং আরও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা। পুলিশ জানায়, বন্দুক যুদ্ধে বিমলের কয়েকজন অনুসারীও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়টি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। হত্যা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিমলকে খুঁজছে পুলিশ। সে সিকিমে আত্মগোপন করে আছে বলে ধারণা করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিমলের একটি অডিও বার্তা প্রকাশ হয়। অডিওতে বিমল বলেন, তিনি ৩০ অক্টোবর দার্জিলিং ফিরে আসবেন এবং স্থানীয়দের তার সঙ্গে সাক্ষাৎ করার আহŸান জানান। পৃথক রাজ্যের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)। এনডিটিভি,এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।