Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার মঞ্চে শাবানা আজমি ও জাভেদ আখতার

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বলিউড তারকা শাবানা আজমি ও গীতিকার জাভেদ আখতার আসছেন ঢাকার মঞ্চে। কাইফি আওর ম্যায় শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দ¤পতি। জানা গেছে, শাবানা আজমির বাবা কবি কাইফি আজমির জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ইয়াদ কি রেহগুজার থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে। নাটকটির বাণিজ্যিক প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে।এই বিশেষ আয়োজনটি সরাসরি মঞ্চে দেখতে চাইলে দর্শকের কিনতে হবে পাঁচ হাজার অথবা দুই হাজার টাকার টিকিট। গত ১১ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। জাভেদ আখতার-শাবানা আজমির নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং। আয়োজক প্রতিষ্ঠান বøুজ কমিউনিকেশনস সূত্রে এই তথ্য জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ