Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র ও গুলি রাখার দায়ে ১৭ বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম গতকাল বুধবার দুপুরে বিদেশি পিস্তল ও গুলি রাখার অপরাধে আরিফুল বিশ্বাস (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে ১৭ বছর সশ্রম কারাদ-াদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহল্লার নাজিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে একটি বিদেশি পিস্তল রাখার দায়ে তাকে ১০ বছর সশ্রম কারাদ- ও দুটি গুলিসহ একটি ম্যাগজিন রাখার দায়ে সাত বছর সশ্রম কারাদ-াদেশ দিয়েছেন নাটোরের জেলা ও দায়রা জজ। একের পর এক তাকে এ সাজা ভোগ করতে হবে। তবে যতদিন হাজত খেটেছেন তা এই সাজা থেকে বাদ যাবে। অভিযোগ প্রমাণিত না হওয়ার রায়ে অপর আসামি রুবেল হোসেন ও আবুল কাশেমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় প্রদানের সময় আসামী আরিফুল ইসলাম বিশ্বাস ও রুবেল আদালতে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র ও গুলি রাখার দায়ে ১৭ বছরের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ