Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জনগণকে রাস্তায় নামার আহ্বান মঈন খানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ২:৩০ পিএম | আপডেট : ৪:৪১ পিএম, ১৩ অক্টোবর, ২০১৭

জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মহিলা দল আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে মঈন খান বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে অন্যায় করা হয়েছে। আমি দেশের প্রতিটি মানুষকে এ অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি। ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে সরকার দেশ শাসন করছে- বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা জনগণের সেবক, কোন স্বৈরাচারের সেবক নন। আপনারা জনগণের টাকার বেতনভুক্ত কর্মচারী। তাই আপনাদের দায়িত্ব দেশের স্বার্থ রক্ষা করা, কোন রাজনৈতিক দলের সেবাদাস হিসাবে কাজ করা নয়।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার যখন বুঝেছে দেশের জনগণ তাদের সাথে নেই, সেই সময় বিচারবিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে হয়রানি করছে। এই মামলায় সাথে খালেদা জিয়ার কোন সম্পৃক্তা নেই। কারণ সে সময় বিএনপি চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা কোন বিশৃঙ্খলা চাই না। কারণ বিএনপি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আমরা এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই।

মানববন্ধনে শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মহিলা দল। মিছিলটি কদম ফোয়ারা সামনে গিয়ে শেষ হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্যে রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঈন খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ