Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার সরকারের আমন্ত্রণে আগামী ২৩ অক্টোবর দেশটিতে সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের দুই সচিব, একজন অতিরিক্ত সচিব, পুলিশের মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ একটি প্রতিনিধিদল যাচ্ছে। গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতা শুরুর পর রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আগেই তার মিয়ানমার সফরে যাওয়ার কথা ছিল উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এত দিন পর এসে সেই সফর চূড়ান্ত হলো। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচারসহ চারটি বিষয় নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে। তবে যেহেতু সা¤প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুটিই বড় হয়ে দেখা দিয়েছে, সেহেতু এটিই হবে আলোচনার মুখ্য বিষয়। রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি। তিনি বলেন, আমরা প্রস্তাব করব। তারা (মিয়ানমার সরকার) অ্যালাউ করলে আমরা সেখানে যাব। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, দেশে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের চিন্তা হচ্ছে, অন্যদিকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনাও চলছে। এক কারণ কী? সরকার কি ধরেই নিয়েছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না মিয়ানমার সরকার? জবাবে মন্ত্রী বলেন, আমাদের আলোচনাও হবে আবার রোহিঙ্গারা যেন মানবেতন জীবনযাপন না করেন, সেদিকেও লক্ষ রাখা হবে। উখিয়া ও টেকনাফে যে পরিমাণ বাঙালি বা স্থানীয় বাসিন্দা আছেন, তার চার গুণ রোহিঙ্গা আছেন। ফলে বোঝাই যাচ্ছে, কী পরিমাণ কষ্টের জীবন তাঁরা যাপন করছেন। তাই বাংলাদেশ সরকার আলোচনাও চালিয়ে যাচ্ছে পাশাপাশি রোহিঙ্গাদের দুর্ভোগ লাঘবের চেষ্টাও চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ