নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ৩৬টি ক্লাবের ২৮৬ জন শুটার নিয়ে গতকাল শুরু হয়েছে জাতীয় শুটিং প্রতিযোগিতা। গুলশানস্থ জাতীয় শুটিং কমপ্লেক্সে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হবে ১৮ অক্টোবর। গতকাল উদ্বোধন হলেও মূল প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। প্রথম দিন পুরুষদের পিস্তল, স্ট্যান্ডার্ড পিস্তল, রাইফেল প্রোণ, মহিলাদের এয়ার রাইফেল, বালিকাদের এয়ার রাইফেল, পিস্তল ও রাইফেল প্রোণ অনুষ্ঠিত হবে। ছয়দিন ব্যাপী আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় সবচেয়ে বড় দল হলো আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের। ২৯জন পুরুষ ও ১১ জন মহিলা শুটার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। তাদের পরেই রয়েছে বিকেএসপি শুটিং ক্লাব। ২৪ সদস্যের দল নিয়ে বিকেএসপি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২০ সদস্যের দল নিয়ে এসেছে রাজধানী শুটিং ক্লাব। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়শনের (বিওএ) সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও জ্বালানী সচিব নাজিমউদ্দিন চৌধুরী এবং সাধারন সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।