Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে গ্রেপ্তার হতে চলেছেন ইমরান খান!

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অবমাননার দায়ে ইমরান খানকে গ্রেপ্তার করতে চায় পাকিস্তানের নির্বাচন কমিশন। কমিশনের মুখপাত্র হুরুন শিনওয়ারি জানিয়েছেন, সে দেশের শীর্ষ বিরোধী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কমিশনের বিচারকদের প্যানেল।
২৬ অক্টোবর শুনানির দিন পুলিশ যাতে ইমরানকে হাজির করায় সেই আর্জিও জানিয়েছেন বিচারকরা। শিনওয়ারির দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সাংবিধানিক অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। গত মাসেও একই রকম একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পাক নির্বাচন কমিশন। তবে তা খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এবারও ফের হাইকোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী বাবর আয়ান।
চলতি বছরের শুরুর দিক কমিশনের ভূমিকার সমালোচনা করেছিলেন ইমরান খান। তার অভিযোগ ছিল, সরকারের প্রতি পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। এই মন্তব্যের জন্যই তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • তামান্না ১৩ অক্টোবর, ২০১৭, ৩:৩৮ এএম says : 0
    পাকিস্তানে অনেক কিছুই সম্ভব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ