মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। কাজেই পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে দেয়া সাক্ষাৎকারে রি বলেন, আমাদের মূল নীতি-অবস্থান হচ্ছে, আমাদের পরমাণু অস্ত্র বা ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হতে পারে এমন কোনো সংলাপে আমরা কখনো বসব না। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের ঘণ্টা বাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশকে (যুক্তরাষ্ট্র) আগুনের গোলায় পরিণত করা হবে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে গত কয়েক মাস ধরে যখন ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের তীব্র উত্তেজনা চলছে তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া গতমাসে দেশটি এমন একটি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে যা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমে বসানো সম্ভব। ওই পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র উত্তেজিত বাক্য বিনিময় হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।