মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলে আন্তর্জাতিক সমাজের কাছে এই বার্তাই দেয়া হবে যে চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনের ওপর আস্থা রাখা যায় না। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ইরান পুরোপুরি মেনে চলছে বলে গত বুধবার পিবিএস চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন মোগেরিনি। তিনি বলেন, পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘যেখানে একটি সমঝোতা হয়েছে, যেটি কাজ করছে, বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে নস্যাত করে দেয়ার চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। আপনি অন্যকে এই বার্তাই দিচ্ছেন যে, আমরা যে চুক্তি করেছি তার কোনো মূল্য নেই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের কাছে এই বার্তাই দিচ্ছে যে তার ওপর কোনো আস্থা রাখা যায় না।’ ইইউ’র এ কূটনীতিক আরো বলেন, ‘পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে ওয়াশিংটন বিশ্বের আস্থা হারাবে। গত দুই বছর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে যে সমঝোতা পাস হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রও ভোট দিয়েছিল। পিবিএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।