মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরাজমান ভিসা জটিলতা সমাধানে মার্কিন অনুরোধ পাওয়ার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের মুখপাত্র। গত সপ্তাহে তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন কর্মী গ্রেফতারের মধ্যে দিয়ে এ সংকটের শুরু। গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে এরদোগানের মুখপাত্র ইব্রাহিম খালিন সাংবাদিকদের জানান, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার মাত্রা যথেষ্ট নয়। চলমান ভিসা জটিলতা কোন জটিল কোন বিষয় নয়Ñ একদিনের মধ্যেই এর সমাধান করা সম্ভব। উল্লেখ্য, ৮ অক্টোবর তুরস্কের আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রথমে ভিসা প্রদানে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কও একই ধরনের ব্যবস্থা গ্রহন করে। এর আগে তুরস্ক সরকার ইস্তাম্বুলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে। তুরস্কের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার সঙ্গে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পৃষ্ঠপোষক ম ফেতুল্লাহ গুলেনের যোগাযোগ রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।