নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রথমে ছিলেন না দলেই। সাইফ হাসান নাকে চোট পেয়ে ছিটকে যাওয়ায় সুযোগ মিলে মেহেদি হাসানের। প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের সফলতম বোলার এই অফ স্পিনিং অলরাউন্ডারই। তবে সিমি সিংয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড ‘এ’ ছাড়িয়েছে আড়াইশ। সফরের একমাত্র আনঅফিসিয়াল টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ১ম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড ‘এ’। বাংলাদেশ ‘এ’ দল প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ৩৮ রানে।
দারুণ সেঞ্চুরিতে আইরিশদের অনেকটা সময় বলতে গেলে একাই টেনেছেন সিমি সিং। তবে দল আড়াইশ ছাড়াতে পেরেছে দশে নেমে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের পঞ্চাশে। আইরিশ ওপেনার জেমস শ্যাননকে শুরুতেই ফেরান এবাদত হোসেন। আরেক ওপেনার জ্যাক টেক্টরকে বোল্ড করে দেন সানজামুল ইসলাম। দ্বাদশ ওভারে আক্রমণে এসে মেহেদি প্রথম ওভারেই ফেরান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। আইরিশদের রান তখন ৩ উইকেটে ২৯। চতুর্থ উইকেটে শন টেরি ও সিমি সিং যোগ করেন ৭৯ রান। ২০ রান করা টেরিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন এবাদত। এরপর এক পাশে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশরা, আরেক প্রান্তে রান বাড়িয়েছেন সিমি।
প্রথম থেকেই ওয়ানডে ঘরানায় খেলেছেন সিমি। অর্ধশতক করেছিলেন ৬৬ বলে। এরপরও একই গতিতে খেলে সেঞ্চুরি করেছেন ১৩৮ বলে। শেষ পর্যন্ত তাকে ফেরান মেহেদি। সিমির ১৫৯ বলে ১২১ রানের ইনিংসে চার ১০টি, ছক্কা ছিল ৪টি। জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলা ৩০ বছর বয়সী ব্যাটসম্যানের এটি চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচ, আগে সর্বোচ্চ ছিল মাত্র ৪০! ২১৭ রানে ৯ উইকেট হারানো আইরিশদের আড়াইশ পার করান ম্যাকব্রাইন। দশে নেমে করেন ৬২ বলে ৫৭! মাথাব্যথা হয়ে ওঠা এই জুটিও ভাঙেন মেহেদি ম্যাকব্রাইনকে ফিরিয়ে।
৪৭ রানে মেহেদি নিয়েছেন ৩ উইকেট। টেস্ট দলে জায়গা হারানো পেসার কামরুল ইসলাম রাব্বি ও উঠতি পেসার এবাদত নিয়েছেন দুটি করে। ১১ ওভারে ৬১ রান দিলেও দুটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেনও।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় জাকির হাসানকে। তবে বাকি সময়টা নিরাপদে পার করে দেন সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ‘এ’: ৭৪.৫ ওভারে ২৫৫ (টেক্টর ১৮, শ্যানন ০, বালবার্নি ১০, টেরি ২০, সিমি ১২১, টমসন ৪, পয়েন্টার ১২, গেটকেট ০, ডকরেল ০, ম্যাকব্রাইন ৫৭, স্মিথ ৫*; রাব্বি ২/৪৫, এবাদত ২/২৬, সানজামুল ১/৭১, মেহেদি ৩/৪৭, জুবায়ের ২/৬১)।
বাংলাদেশ ‘এ’: ১৩ ওভারে ৩৮/১ (সাদমান ২২*, জাকির ১, শান্ত ১৫*’ স্মিথ ১/৭, টমসন ০/১, ম্যাকব্রাইন ০/১০, ডকরেল ০/১১, সিমি ০/৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।