Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে রাবাদা

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : দুই ইনিংসেই ৫টি করে উইকেট। ম্যাচে ৬৩ রানে ১০টি। বøুমফন্টেইন টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দলকে বড় জয় এনে দিয়ে কাগিসো রাবাদা ম্যাচ সেরা তো হয়েছেনই, পুরস্কার পেলেন র‌্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন রাবাদা। এক ধাপ করে পিছিয়ে চারে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন, পাঁচে রঙ্গনা হেরাথ। শীর্ষ দুইয়ে আগের মতোই জেমস অ্যান্ডারসন ও রবীন্দ্র জাদেজা।
টেস্ট সিরিজে বাংলাদেশের যেমন পারফরম্যান্স, র‌্যাঙ্কিংয়েও সেটির প্রতিফলন। বড় কোনো সুখবর নেই। বøুমফন্টেইন টেস্টের প্রথম ইনিংসে ৭০ রানের ইনিংস খেলা লিটন কুমার দাস ঢুকেছেন সেরা একশতে। ৩০ ধাপ এগিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান আছেন ৯১তম স্থানে। ২৬ ও ৩২ রান করে চার ধাপ এগিয়ে ৬৯ নম্বরে ইমরুল কায়েস। তিন উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৮৬তম শুভাশিস রায় চৌধুরী।
বøুমফন্টেইনে সেঞ্চুরি করে ফাফ দু প্লেসি দুই ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে। প্রথম টেস্টে ৯৭ রানে রান আউটের পর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা এইডেন মারক্রাম ৪৩ ধাপ এগিয়ে উঠেছেন ৬১ নম্বরে।
অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। সাকিবের পরে আছেন জাদেজা, অশ্বিন, বেন স্টোকস ও মইন আলি।

যুব হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বান্দরবান
চট্টগ্রাম ব্যুরো : সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান জেলায় শোভা পাচ্ছে জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ ট্রফিটি। ফাইনালে বান্দরবান ১৮-৯ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে প্রথম সেমিফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন কুষ্টিয়া মুখোমুখি হয়েছিল বান্দরবান দলের বিরুদ্ধে। এতে কুষ্টিয়া ১৩-২৩ গোলে হেরে যায়। দিনের অপর গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি দর্শকরা আশা করেছিল স্বাগতিক চট্টগ্রাম ফাইনালে উঠবে। কিন্তু খেলোয়াড়রা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিরুদ্ধে খেলতে গিয়ে আত্মসমর্পণ করেছে। ঘরের মাঠ পেয়েও তারা হেরেছে ৬-১৮ গোলে। শুধু তাই নয়, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও কুষ্টিয়ার কাছে হেরে দর্শকদের হতাশ করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান। এবারের আসরে ১৪টি জেলা অংশ নেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ