মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিধিনিষেধ অগ্রাহ্য করে উত্তর কোরিয়া থেকে পণ্যদ্রব্য বহন করায় চারটি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। নিষেধাজ্ঞা অনুযায়ী এ জাহাজগুলো বিশ্বের কোনো বন্দরে ভিড়তে পারবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্যানেল কো-অর্ডিনেটর হাগ গ্রিফিথ এ কথা জানিয়েছেন। জাতিসংঘের সিদ্ধান্তটিকে অভূতপূর্ব পদক্ষেপ উল্লেখ করে হাগ গ্রিফিথ বলেন, চারটি জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এক্ষেত্রে জাহাজগুলোর সম্পদ জব্দ বা ভ্রমণে বিধিনিষেধ নেই। মূলত এটি জাহাজগুলোর ওপর বন্দর নিষেধাজ্ঞা। জাহাজগুলো নিষিদ্ধ পণ্য পরিবহন করছিল। উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো জোরদার করা নিয়ে আয়োজিত দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।