Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ার সীমান্তবর্তী কয়েকটি শহর আইএসের নিয়ন্ত্রণে

চলতি বছরেই ইরাক থেকে আইএস নির্মূল হবে : আবাদি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ থেকে আইএসকে সম্পূর্ণ নির্মূল করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আবাদি এ ঘোষণা দিয়েছেন। স¤প্রতি ইরাকের সেনাবাহিনী প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশটির কৌশলগত শহর হাউয়িজাহকে আইএসের দখলমুক্ত করে। ওই ঘটনার পাঁচদিনের মাথায় প্রধানমন্ত্রী আবাদি এ ঘোষণা দিলেন। হাউয়িজাহ পুনরুদ্ধারের ঘটনাকে শুধু ইরাকের নয় বরং গোটা বিশ্বের বিজয় হিসেবে উল্লেখ করেন আবাদি। হাউয়িজাহ আইএস মুক্ত হওয়ার ফলে ইরাকের গোটা উত্তরাঞ্চল থেকে এই জঙ্গি গোষ্ঠীকে বিতাড়ন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের পশ্চিমাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী ছোট ছোট কয়েকটি শহর আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। গত জুলাই মাসে আিএসের কবল থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধার করে দেশটির সেনাবাহিনী। মসুল ছিল ইরাকে আইএসের প্রধান ঘাঁটি এবং এই শহর থেকে জঙ্গি গোষ্ঠীটির প্রধান আবুবকর আল-বাগদাদি ২০১৪ সালের জুলাই মাসে কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ