Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৌচাগারের গর্তে এ কোন অদ্ভুত প্রাণী

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মালয়েশিয়ার একটি শৌচাগার থেকে বের হয়ে আসে অদ্ভুত এক প্রাণী। খোলা ছিল শৌচাগারের দরজা। হঠাৎ সেখান থেকে বের হয়ে এলো বিদঘুটে এক প্রাণী। সাপের মতো দেখতে ওই প্রাণীটি আসলে কী তা বলতে পারেননি প্রত্যক্ষদর্শীরাও। মালয়েশিয়ার আলোর সেতার শহরে ঘটেছে এ ঘটনা। শৌচাগার থেকে বের হওয়ার সময় প্রাণীটিকে ভিডিও করেন ওই বাড়ির এক বাসিন্দা। পরে সেটি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শৌচাগারের গর্ত থেকে সাপের মতো ওই প্রাণীটি ধীরে ধীরে বের হচ্ছে। সেটি মাথা তুলনামূলক ছোট। আর দেখতে বেশ মোটাসোটা। শৌচাগার থেকে বের হয়ে প্রাণীটি চারপাশে তাকিয়ে দেখছিল। এরপর আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করে। এ বিষয়ে ওই বাড়ির বাসিন্দা জুল হানিফ আনিপ বলেন, প্রাণীটি প্রায় দুই মিটার লম্বা ছিল। তবে সেটির শারীরিক গড়ন সাপের সঙ্গে তেমন মেলে না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ