Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই -ওবায়দুল কাদের

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকার নয়, আদালত জারি করেছেন। এটা আদালতের ব্যাপার। এখানে রাজনৈতিক কোন ষড়যন্ত্র নেই।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের মেঘনা টোলপ্লাজায় যানবাহনে অতিরিক্ত মালামাল প্রতিরোধে চালকদের সচেতন করার জন্য প্রচারপত্র বিলি ও ওজন স্কেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া এবং বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটা কি সরকারের গ্রেফতারির পরোয়ানা নাকি আদালতের? আদালতের কোনো আদেশ বা রায় যখন সরকারের বিরুদ্ধে যায়, তখন বিএনপি খুশি রাখার জায়গা থাকে না। আবার যখন কোনো আদেশ বা রায় তাদের বিরুদ্ধে যায়, তখন তারা আদালত রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করে, যার অর্থ হচ্ছে আদালতের রায়কে তারা অবমাননা করছে।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ষোড়শ সংশোধনীর রায়ও কিন্তু আদালত দিয়েছে। ষোড়শ সংশোধনীর রায় যখন সরকারের বিরুদ্ধে যায় বিএনপির তখন খুশির সীমা ছিলনা। আর যখন তাদের বিরুদ্ধে যায় তখন রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবী করে।
মহাসড়কে যানজট প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে যানবাহনগুলো বিকল হয়ে যানজট সৃষ্টি করে থাকে। একই কারনে মহাসড়কগুলোর রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। মহাসড়কগুলো রক্ষা করার জন্য আগামী ১ নভেম্বর থেকে স্কেল লোড নীতামালা যথাযথ প্রয়োগ করা হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, মহাসড়কে মালামাল পরিবহনের ব্যাপারে মন্ত্রনালয় একটি নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে মহাসড়কগুলো রক্ষা করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী, সড়ক পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব হুমায়ূন কবীর মজুমদার এবং সিএনজি লি. এর নির্বাহী পরিচালক মেজর (অব.) জিয়াউল হাসান সারোয়ারসহ সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ