Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশ সিরিজ!

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টেস্টে সিরিজে বাংরাদেশকে নাকানি চুবানি খাইয়ে এবার ওয়ানডেতেও ভালো কিছুর ছক কষছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিম ম্যাচের সিরিজটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে স্বপ্নের জাল বোনা। এই সিরিজ দিয়েই ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নিতে চায় ওটিস গিবসনের দল। আগামীকালের প্রস্তুতি ম্যাচের আগে এমনই উচ্চাশা ঝরলো ‘চোকার’ দলটির কোচের কণ্ঠে, ‘আমাদের প্রধান লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ঐ টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই লক্ষ্য পূরণের যাত্রা শুরু করতে চাই আমরা।’
সদ্যই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দাপটের সাথে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেরা নৈপুন্য প্রদর্শন করেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার আসল লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। বছরের পর বছর ক্রিকেটের মৌসুমগুলোতে দুর্দান্ত পারফরন্স করলেও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। তাই এবার ২০১৯ বিশ্বকাপকে প্রধান লক্ষ্য বানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন। ইতোমধ্যে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে অধিনায়ক, নির্বাচকদের সাথে নিয়ে আলাপ আলোচনাও সেড়েছেন গিবসন, ‘২০১৯ বিশ্বকাপের আগে আমরা ৩০ থেকে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবো আমরা। অধিনায়ক, আমি এবং নির্বাচকরা একসাথে বেশ কয়েকবার বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি। ইংল্যান্ডের কন্ডিশনে যারা ভালো খেলতে পারবে তাদেরকেই সুযোগ দিতে চাই আমরা। গেল বছর আমরা ১৫ বা ১৬ জনের একটি তালিকা তৈরি করেছিলাম। কিন্তু এখনও অনেক সময় বাকী আছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ে বেশ আনন্দিত গিবসন। দলের প্রশংসা করে গিবসন বলেন, ‘মৌসুম শুরুর আগে সকলেই বলেছিলো- সহজ সিরিজ। কিন্তু আপনাকে মাঠে যেতে হবে এবং ক্রিকেট খেলতে হবে। আমরা যে ক্রিকেট খেলেছি তাতে বেশ খুশী। আমি খেলোয়াড়দের বলেছি- যদি তোমরা বিশ্বাস করো প্রতিপক্ষ খুব বেশি ভালো নয়, তবে তোমাদের সেরা মানের খেলতে হবে এবং আমরা উচ্চ মানের ক্রিকেট খেলেছি।’ কিম্বার্লিতে প্রথম ওয়ানডে দিয়ে হবে সিরিজের গোড়াপত্তন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ