Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আছেন মেসি-রোনালদো-নেইমার

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’আর ২০১৭ বর্ষসেরা পুরষ্কারের জন্য পরশু ৩০ জনের নাম ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল। বরাবরের মত এবারো এই তালিকায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম। এছাড়া রয়েছেন নেইমার, লুইস সুয়ারেজ, পাওলো দিবালার মত ইউরোপ কাঁপানো সব তারকারা।
গেল নয় বছর ধরে পুরষ্কারটা হাতবদল হয়েছে কেবল দুজনের মধ্যে। সর্বোচ্চ ৫ বার জিতেছেন মেসি, ৪ বার রোনালদো। এবার জিতে আর্জেন্টাইন তারকাকে স্পর্শ করার সুযোগ পর্তুগিজ তারকার সামনে। গেল মৌসুমে জাতীয় দলের হয়ে ইউরো এবং ক্লাবের হয়ে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় সম্ভবনার পাল্লাটাও ঝুকে রয়েছে রিয়াল মাদ্রিদ তারকার দিকে। তবে হিসাবটা এককভাবে করলে রোনালদোর চেয়ে ঢের এগিয়ে মেসি। তালিকায় আরো ২৮ জনের নাম থাকলেও এবারো যে এই দু’জনের মধ্যেই পুরষ্কারটা থাকছে তা বলাই যায়।
১৯৫৬ সাল থেকে দেওয়া হয় এই পুরষ্কার। ১৯৯৪ সাল পর্যন্ত ইউরোপের সেরা ফুটবলারদের দেওয়া হলেও এরপর থেকে ইউরোপে খেলা বিশ্বের সব খেলোয়াড়দের এই পুরষ্কার দেওয়া হতো। ২০০৭ সাল থেকে দেওয়া হত বিশ্বের সেরা ফুটবলারকে। ২০১০ সালে এটি ফিফার সাথে একীভূত হয়ে ‘ফিফা ব্যালন ডি’অর’ নামে বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরষ্কার দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল। কিন্তু ফিফার সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় গত বছর থেকে আবার সতন্ত্রভাবে সেরা ফুটবলারকে পুরষ্কৃত করা শুরু করে প্রতিষ্ঠানটি। লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজম্যানকে হারিয়ে গেল বছর পুরষ্কারটি জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০১৭ ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০
নেইমার (পিএসজি), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), এনগোলো কন্তে (চেলসি), লুইস সুয়ারেস (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), ইয়ান ওবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফিলিপ কুতিনহো (লিভারপুল), ড্রিস মের্টেন্স (নাপোলি), কেভিন ডি ব্রæইন (ম্যানচেস্টার সিটি), রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), এদিন জেকো (রোমা), অঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জানলুইজি বুফন (জুভেন্টাস), সাদিও মানে (লিভারপুল), রাদামেল ফালকাও (মোনাকো), লিওনেল মেসি (বার্সেলোনা), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), এডিনসন কাভানি (পিএসজি), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (চেলসি), লিওনার্দো বোনুচ্চি (এসি মিলান), ইসকো (রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ