Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই দিনে সেমিফাইনাল ফাইনাল

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : তৃতীয় জাতীয় যুব হ্যান্ডবল লীগে প্রথম পর্বের ছয়টি এবং কোয়ার্টার ফাইনালের চারটিসহ সর্বমোট দশটি খেলা গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। জয় দিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন কুচ্ছিা, পার্বত্য জেলা বান্দরবান, শিরোপা প্রত্যাশী স্বাগতিক চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ। বান্দরবান ৩২-১০ গোলে সুনামগঞ্জকে, চট্টগ্রাম ১৯-১৬ গোলে মাদারীপুরকে, কুষ্টিয়া ১১-৪ গোলে চুয়াডাঙ্গাকে এবং চাঁপাইনবাবগঞ্জ ২০-১৫ গোলে পঞ্চগড়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
আজ সকাল ৮টায় দুটি সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা মুখোমুখি হবে বান্দরবানের এবং স্বাগতিক চট্টগ্রাম জেলা লড়বে চাঁপাইনবাবগঞ্জের বিরুদ্ধে। একই দিন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসর শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ