Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিবির নতুন নির্বাচন কমিশন

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার এই নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওমর ফারুখকে। পাঁচ সদস্যের এই কমিশনে আরও রয়েছেন মো. ইকরামুল হক, মো. শুকুর আলী, ফাহিমুল হক এবং নিজামউদ্দিন চৌধুরী সুজন। এঁদের মধ্যে মো. ইকরামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মো. শুকুর আলী জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, ফাহিমুল হক আইনজীবী এবং নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও)।
গত ২ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবির কাক্সিক্ষত এজিএম এবং ইজিএম। যদিও এর আগে মামলা-মোকদ্দমায় বারবার বাধাগ্রস্ত হয়েছে আয়োজনটি। এজিএমের পর কার্যনির্বাহী কমিটির জরুরী এক সভা ডেকে ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। তবে ক্রীড়া সচিবের প্রধান নির্বাচন কমিশনার হওয়া নিয়ে দেখা দিয়েছিল আইনি জটিলতা। এ নিয়ে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনের এক দিন পরই গঠিত হল নতুন নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটি নিশ্চিত নয় এখনও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নির্বাচন কমিশনই নির্ধারণ করবে নির্বাচনের দিন-তারিখ। তবে এজিএমে অনুমোদন পাওয়া নতুন গঠনতন্ত্র অনুযায়ী, নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই নির্বাচনের সকল কার্যাবলী সম্পন্ন করতে হবে।
২০১৩ সালে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন প্যানেল। তবে সেবার নির্বাচনটি ছিল অনেকটাই একপেশে। ঐ নির্বাচনে পাপনের প্রতিপক্ষ কোনো প্যানেলই শেষ পর্যন্ত মাঠে ছিলেন না। অনেকের ধারণা, এবারের নির্বাচনেও প্রভাব দেখাতে যাচ্ছে দেশের সবচেয়ে সফল ক্রিকেট বোর্ড কমিটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ