Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু ও ছাগল ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের কচাকাটা থানার নুনখাওয়া চৌদ্দঘুড়ি সীমান্ত থেকে বাংলাদেশীদের ২৩টি গরু ও ৪টি ছাগল ধরে নিয়ে গেছে বিএসএফ। চৌদ্দঘুড়ি সীমান্তবাসীরা জানায়, গত বুধবার সীমান্ত এলাকায় বেঁধে রাখা বাংলাদেশীদের ২৩টি গরু ও ৪টি ছাগল ধরে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি বিজিবির চৌদ্দঘুড়ি বিওপি ক্যাম্পে জানানো হয়। আলোচনার মাধ্যমে গরু ও ছাগলগুলো ফেরত দিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হলেও তারা সাড়া দেয়নি। নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফ গতকাল শুক্রবার দুপুরে জানান, গরু-ছাগল ধরে নিয়ে গেলে স্থানীয় বিওপি ক্যাম্পে জানানো হয়েছে। কিন্তু গত তিনদিনেও সেগুলো উদ্ধার হয়নি। এ বিষয়ে চৌদ্দঘুড়ি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকল তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তিনি কথা বলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু ও ছাগল ধরে নিয়ে গেল বিএসএফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ