মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একমাসের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। একইসঙ্গে মিয়ানমার সরকারের যে কোন শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাখাইন রাজ্যে নিরাপদে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সংগঠনটির পক্ষ থেকে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকার যে কোনো পর্যায়ে শান্তি চাইলে, আরসা সেই প্রচেষ্টা ও উদ্যোগকে স্বাগত জানাবে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।