Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য প্রথমবারের মতো ত্রাণ পাঠালো সিঙ্গাপুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ৩:৫৬ পিএম

রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রথমবারের মতো ত্রাণসামগ্রী পাঠিয়েছে সিঙ্গাপুর।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৭ দশমিক ১৬২ মেট্রিক টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একই বিমানে ত্রাণের সাথে চট্টগ্রামে আসেন সিঙ্গাপুর প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি ওসমান ও কনসুলেট অব সিঙ্গাপুর উইলিয়াম চেক। তারা ত্রাণসামগ্রীগুলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে হস্তান্তর করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লর রহমান চৌধুরীসহ জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এ সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীগুলোর মধ্যে ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, তাঁবু, কম্বলসহ বিভিন্ন সামগ্রী রয়েছে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ