Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে ‘লেভা’র পোল্যান্ড

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ৯ ম্যাচে ১৬ গোল! বলতে গেলে একাই পোল্যান্ডকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেলেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কি।
এজন্য নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই চলত। কিন্তু মোন্টেনিগ্রোকে পরশু রাতে ৪-২ গোলে হারিয়েই বিশ্বমঞ্চে পা রাখে পোলিশরা। ‘ই’ গ্রæপে ১০ ম্যাচ থেকে আট জয়ে ২৫ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করে দলটি। ২০ পয়েন্ট নিয়ে এই গ্রæপের রানার্স-আপ ডেনমার্ক। এদিন তারা নিজেদের মাঠে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে।
একই রাতে সম্পন্ন হয়েছে ‘সি’ ও ‘এফ’ গ্রæপের খেলা। যেখান থেকে আগেই রাশিয়ার টিকিট হাতে পেয়েছে জার্মানি ও ইংল্যান্ড। এদিনও জয় পেয়েছে তারা। হ্যারি কেনের গোলে লিথুয়ানিয়ার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে ইংলিশরা। আর নিজেদের মাঠে আজারবাইজানকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এ নিয়ে বাছাইপর্বের সব কটি ম্যাচ জিতে ব্রাজিলের সমান (সর্বোচ্চ ৫টি) বিশ্বকাপ জয়ের প্রস্তুতি সেরে রাখলো জোয়াকিম লোর দল।
¯েøাভেনিয়ার মাঠে ২-২ ড্র করায় ‘এফ’ গ্রæপে রানার্স-আপ হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে স্কটল্যান্ডের। সেই সুযোগে নিজেদের মাঠে মাল্টাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান দখলে নেয় ¯েøাভেকিয়া। ‘সি’ গ্রæপের ম্যাচে নরওয়ের কাছে ১-০ গোলে হেরেও রানার্স-আপ নিশ্চিত করেছে নর্দান আয়ারল্যান্ড।
এ নিয়ে ইউরো অঞ্চল থেকে ৫টি দল রাশিয়ার টিকিট হাতে পেলো। সবার আগে বেলজিয়াম, এরপর জার্মানি, ইংল্যান্ড , স্পেনের পর পোল্যান্ডও এখন একই কাতারে। গেল রাতে ভাগ্য নির্ধারণ হয়েছে আরো কয়েকটি দলের।
সব মিলে গেল পরশু রাত পর্যন্ত ১৪টি দল নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপে মূলপর্বে অংশগ্রহন। স্বাগতিক হিসেবে রাশিয়া তো থাকছেই, এছাড়া ইউরোপের বাইরের দলগুলো হলোÑ ব্রাজিল, কোস্টা রিকা, মিসর, ইরান, জাপান, মেক্সিকো, নাইজেরিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। সব মিলে ৩২টি দল অংশ নেবে ফিফা রাশিয়া বিশ্বকাপ ২০১৮তে।
এক নজরে ফল
লিথুয়ানিয়া ০-১ ইংল্যান্ড
¯েøাভেনিয়া ২-২ স্কটল্যান্ড
জার্মানি ৫-১ আারবাইজান
নরওয়ে ১-০ নর্দান আয়ারল্যান্ড
ডেনমার্ক ১-১ রোমানিয়া
কাজাখস্তান ১-১ আর্মেনিয়া
পোল্যান্ড ৪-২ মেন্টেনিগ্রো
¯েøাভাকিয়া ৩-০ মাল্টা
চেক প্রজাতন্ত্র ৫-০ স্যান ম্যারিনো



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ