Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলবদলের পরও অস্বস্তিতে সিজেকেএস

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো
শেষ হলো চট্টগ্রাম ক্রিকেটারদের পাঁচদিনব্যাপী দলবদল। প্রিমিয়ারে ১৪০ জন এবং প্রথম বিভাগ লীগে ১৭৩ জন তাদের ঠিকানা বদল করেছে। এরমধ্যে প্রিমিয়ারে শতদল ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র (লাল) সবচেয়ে বেশি ১৫ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। আর সবচাইতে কম ৭ জন ক্রিকেটার দলভুক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। অপরদিকে প্রথম বিভাগে নিমতলা লায়ন্স ক্লাব সবচেয়ে বেশি ২০ জন ক্রিকেটারকে দলে টেনেছে। চিটাগাং পাইরেটসে এসেছে মাত্র ৩ জন খেলোয়াড়। প্রথম বিভাগে অংশগ্রহণকারী ১৭টি দলের মধ্যে গতবারের রানার্স আপ লিটল ব্রাদার্স একমাত্র দল যে দলটি এবারের দলবদলে অংশগ্রহণ করেনি। এ দলটি গতবারের খেলোয়াড়দের ধরে রাখতে সক্ষম হয়েছে।
প্রিমিয়ারে ১২টি দল ও প্রথম বিভাগে ১৬টি দল খেলবে। লীগের খেলাসমূহ গ্রæপ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সে সুবাদে প্রিমিয়ার লীগে ৬৬টি খেলা ও প্রথম বিভাগে ৬৮টি খেলা অনুষ্ঠিত হবে। এ হচ্ছে চট্টগ্রাম ক্রিকেটের দলবদল ও খেলাসমূহের মূলচিত্র। আয়োজক সিজেকেএস ক্রিকেট কমিটি খেলোয়াড়দের স্বার্থে এবারের দলবদলের পূর্বে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এসব সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে থাকায় তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তবে কিছু যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে তাতে খেলোয়াড়রা হয়েছেন খুশি, বিশেষ করে প্রিমিয়ার ও প্রথম বিভাগে বহিরাগত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে। গত আসরে প্রিমিয়ারে ৩ জন এবং প্রথম বিভাগে ১ জন বহিরাগত ক্রিকেটার খেলার নিয়ম থাকলেও এবার তা বাতিল করা হয়েছে শুধু প্রথম বিভাগের ক্ষেত্রে। এভাবে পর্যায়ক্রমে আগামীতেও প্রিমিয়ারে বহিরাগত খেলোয়াড়দের কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর।
এদিকে ক্লাব ও খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী সহসা লীগ শুরু করার সিদ্ধান্ত নিলেও হঠাৎ মাঠের সংকট দেখা দেয়ায় কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিশেষ করে প্রিমিয়ার লীগ শুরু নিয়ে। এ ব্যাপারে ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর বলেছেন, ‘চট্টগ্রামে বিপিএল ক্রিকেট লীগ হচ্ছে। তাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল সিজেকেএস সাধারণ সম্পাদক বরাবরে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করেছেন, ২২ নভেম্বর থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল ক্রিকেট অনুষ্ঠিত হবে। দলগুলো অনুশীলন করবে এমএ আজিজ স্টেডিয়ামে। এজন্য এমএ আজিজ স্টেডিয়ামের মাঠের সংস্কার ও পিচ তৈরির জন্য ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ মাঠ চেয়ে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন সিজেকেএস সাধারণ সম্পাদক বরাবরে। তাই চট্টগ্রামে প্রিমিয়ার ক্রিকেট লীগ কবে শুরু হবে সম্ভাব্য দিনক্ষণ ঠিক করতে পারেনি।’ তবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ এ মাসের শেষের দিকে শুরু হবে একথা জানিয়েছেন ক্রিকেট সম্পাদক। দীর্ঘ ১০ বছরের অধিক ক্রিকেট সম্পাদকের দায়িত্বে থাকা আবদুল হান্নান আকবর বলেছেন, ‘একসময় আমি ক্রিকেটার ছিলাম। সেখান থেকেই আমি এখন সংগঠক। তাই বিপিএলের খেলাসমূহের প্র্যাকটিসের জন্য মাঠ পাওয়ার যে আবেদন করে অনুরোধ জানিয়েছেন তা বিবেচনা করতে হচ্ছে। কেননা দলগুলো ও খেলোয়াড়রা হচ্ছে আমাদের অতিথি। প্রিমিয়ার ও প্রথম বিভাগ লীগ শেষ করতে গেলে আমাদেরও জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা কমপ্লেক্সের মাঠের প্রয়োজন। তাই আগামী কয়েকদিনের মধ্যে ক্রিকেট কমিটির সভায় মাঠ নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হবে কবে প্রিমিয়ার ক্রিকেট শুরু হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ