Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই পুরোনো চেহারায় পাকিস্তান

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান নিজেও পড়েছে লঙ্কানদের বোলিং তোপে। ৩১৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে রাতের খাবারের আগে ৬৫ রানেই নেই পাকিস্তানের ৫ উইকেট।
এবার লঙ্কানদের হয়ে হন্তারকের ভুমিকায় দিলরুয়ান পেরেরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই স্পিনার নিয়েছেন ৩ উইকেট। সঙ্গ পাচ্ছেন হেরাথদের কাছ থেকেও। মিসবাহ-ইউনিস বিহীন নবযুগে পা রাখা পাকিস্তানও ফিরিয়ে আনছে আবু ধাবির সেই ১১৪ রানে অল আউট হয়ে ২১ রানে ম্যাচ হারার স্মৃতি। অথচ কথা ছিল দুবাইয়ের দিবা/রাত্রির টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাবে পাকিস্তান।
৫ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা ওহাব-হারিসদের বোলিং তোপে গুটিয়ে যায় চা বিরতির আগেই, ২৬ ওভারে। ওহাব রিয়াজ ৪টি, হারিস সোহেল ৩টি ও ইয়াসির শাহ নেন ২টি করে উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ