Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফের বিপিএলের সূচি পরিবর্তন

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আবারও পরিবর্তান হলো একদিন পিছিয়ে দেয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট লীগ শুরুর তারিখ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পূর্বের সূচি মোতাবেক আগামী ৩ নভেম্বর সিলেটে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছে। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) শুরু হবে বিপিএলের ৫ম আসর।’
এর মাধ্যমে প্রথমবারের মতো সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এর আগে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
সিলেট যুক্ত হওয়ায় দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল টুর্নামেন্ট। বাকী ভেন্যু দুটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম। আগামী ১২ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ