Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোর আপেক্ষায় টেস্ট চ্যাম্পিয়নশিপ

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আলোর মুখ দেখতে চলেছে দীর্ঘপ্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ। চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বৈঠকে এই অনুমোদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি)। ২০১০ সাল থেকেই এটি নিয়ে আলাচনা জোরদার হচ্ছিল। কিন্তু কিছু কিছু দেশের বিরোধিতার কারণে সেটি আয়োজন করা হয়ে ওঠেনি। আগামী ২০১৯ সালে দুই বছর কেন্দ্রিক এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। টুর্নামেন্টের শীর্ষ দুই দল লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘দ্বিপাক্ষিক টুর্নামেন্টের তুলনায় লীগ ভিত্তিক এই টুর্নামেন্ট আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বেশী কার্যকর হবে। হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে আপনি একটি অবকাঠামো গড়ে তুলতে পারবেন। যেখানে লীগ পর্যায়ে সবাই অংশ নিতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ