নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সিলেটে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মিশন শুরুর আগেই দুঃসংবাদ স্বাগতিক শিবিরে। ইনজুরির কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার সাইফ হাসান। নাকের হাঁড়ে চিড় ধরা পড়ায় আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন সাইফ। গতকাল সকালেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। সাইফের বিকল্প এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘গতকাল (গতপরশু) ফিল্ডিং অনুশীলনের সময় বল ধরতে গিয়ে আল-আমিনের (জুনিয়র) সঙ্গে ধাক্কা লেগে নাকে মারাত্মক আঘাত পান সাইফ। এক্স-রে করার পর দেখা যায় চিড় ধরা পড়েছে নাকে। ওর বিকল্প নিয়ে আমরা ভাবছি।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’-দলের মাঠের লড়াই। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। চোটের কারণে ওয়ানডে সিরিজেও সাইফের খেলা অনিশ্চিত। সিলেটে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে আর ঢাকায় ফেরেননি ‘এ’ দলে ডাক পাওয়া সাইফ হাসান ও নাঈম হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।