Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রধান বিচারপতির ছুটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আজও কর্মসূচি পালন করবে আইনজীবীরা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হঠাৎ এক মাসের ছুটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবীরা। গতকাল রোববার দুপুরে সমিতির বিএনপির সমর্থিত ও সরকার সমর্থিত আইনজীবীরা পৃথক পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেন। এসময় এক পক্ষের আইনজীবীরা বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে গৃহবন্দি করেছেন সরকার। অপরপক্ষের আইনজীবীরা বলেছেন, প্রধান বিচারপতির জীবনযাপন ও কার্য পরিচালনার জন্য নির্দিষ্ট প্রটেকশন ও প্রটোকল রয়েছে। এসময় সমিতির প্রাঙ্গণে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়। যদিও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
এদিকে সুপ্রিম কোর্ট প্র্ঙ্গাণের আশে পাশে নিরাপত্তাও জোড়দার করা হয়েছে। দিনের অধিকাংশ সময় সুপ্রিম কোর্ট মূল ভবনের সামনে প্রধান বিচারপতির প্রধান ফটকটি বন্ধ দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থা নেয়।
প্রধান বিচারপতি ছুটি ও বিচার বিভাগের ভার্বমূতির রক্ষার দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অথিতির হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী ব্যরিস্টার মওদুদ আহমদ। সাবেক মন্ত্রী নিতাই রায় চেীধুরী, সমিতির সাবেক আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ,
সুপ্রিম কোর্ট আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি
সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ সভাপতি উম্মে কুলসুম রেখা, বারের সদস্য আয়শা আক্তার, শামীমা সুলতানা দীপ্তি। এছাড়াও উপস্থিত গোলাম মো: চৌধুরী আলাল, আবেদ রাজা, গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহামান, শরীফ ইউ আহমেদসহ বিএনপির সমর্থিত ও সাধারণ প্রায় শতাধিক আইনজীবীরা মানবন্ধনে অংশ নেন। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। আইনজীবী এ সময় বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার গৃহবন্দি মানি না মানব না।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে আজকের সংকট হলো সংবিধান অনুসারে বিচার বিভাগর স্বাধীনতা থাকবে কি থাকবে না। একটি রায়কে কেন্দ্র করে, যেহেতু এ রায় সরকার পছন্দ করেনি, আজকে সেই রায়ের প্রতিক্রিয়া হিসেবে সরকার ও সরকারি দলের নেতারা যে আচরণ করেছেন তা নজিরবিহীন। কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে, কোনোদিন শুনিনি যে, প্রধান বিচারপতিকে গৃহবন্দি করেছেন প্রথমে। এখনো তিনি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আছেন। সরকারের অনুমোদন ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী সরকার বিচার বিভাগকে জন্য বড় আঘাত করেছেন। যেখানে প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
আমি মনে সহকর্মীর জন্য প্রত্যেক বিচারপতির উচিত, প্রধান বিচারপতির এস কে সিনহার সঙ্গে দেখা করা। আর যদি আপনার ভয় পান তাহলে সাংবিধানিক পদে কিভাবে দায়িত্ব পালন করবেন। আজ এস কে সিনহার প্রতি এমন আচরণ কাল আপনাদের উপর এমন আচরণ হতে পারে।
তিনি আরো বলেন, সারা দেশ আইনজীবীদের আন্দোলনে উত্তাল। আমাদের এই কর্মসূচি চলবে। যতদিন পর্যন্ত সরকার বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ না করবে।
সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, সরকার সমর্থিত আইনজীবীরা বলেছিলেন, ছুটির পর প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। আজকে প্রধান বিচারপতির প্রতি আওয়ামী আইনজীবীদের কথার প্রতিফলন হয়েছে। এটা বিচার বিভাগের উপর আওয়ামী হামলা বলে তিনি আখ্যায়িত করেন।
সরকার সমর্থক আইনজীবীদের সংবাদ সম্মেলন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে সরকার সমর্থক আইনজীবীদের সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ সভাপতি মো. অজি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, সভাপতি ও সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নামে ভিত্তিহীন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির জীবনযাপন ও কার্য পরিচালনার জন্য নির্দিষ্ট প্রটেকশন ও প্রটোকল রয়েছে। এটি ভঙ্গ করে তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ বা দেখা করতে পারেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পবিত্র দায়িত্ব হচ্ছে বিচারকার্য পরিচালনা সংক্রান্তে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহায়তা করা। এছাড়া প্রধান বিচারপতির ছুটি সংক্রান্তে কোনোরুপ বিবৃতি ও বক্তব্য কোনোভাবেই কাম্য নয়।
প্রসঙ্গ, প্রধান বিচারপতি ছুটি ও বিচার বিভাগের ভার্বমূতির রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আইনজীবী সমিতির নেতারা। আজও কর্মসূচি পালন করবে তারা ।



 

Show all comments
  • নিজাম ৯ অক্টোবর, ২০১৭, ২:০৩ এএম says : 0
    এসব কর্মষূচি দিয়ে আদৌ কোন লাভ আছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট

২১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ