পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো সাম্প্রদায়িক ষড়যন্ত্রে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্যাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
সাম্প্রদায়িক ও অশুভ শক্তির বিরুদ্ধ দেশের আইনজীবীদের রুখে দাঁড়ানো অনুরোধের পাশাপাশি এধরণে ঘৃণ্য কার্যকলাপে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় আইনজীবীদের এই শীর্ষ সংগঠন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশের কতিপয স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে আবহমান কাল ধরে বিরাজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘৃন্য ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।