Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশ্বরকাটি খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি খালে মাছের উচ্ছিষ্ট ও বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন উচ্ছিষ্ট ও বর্জ্য ফেলার কারণে এলাকাবাসী ও ব্যবসায়ী মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বাজারটি উপজেলার একটি বৃহত্তর মাছের বাজার। এখানে কয়েকশ’ মাছের কাঁটা, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ভোর থেকে বাজারে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা, ঘের মালিক এবং ব্যবসায়ীর আগমনে ভরে ওঠে বাজারটি। উপজেলার বিভিন্ন মৎস্য ঘেরসহ পার্শ্ববর্তী উপজেলার হাজার হাজার মাছের ঘেরের বাগদা, গলদা, হরিনা, পারিশা, ভেটকি, রুই, কাতলাসহ বহু প্রাজাতির মাছ এই সেটে আসে। এখান থেকে মাছ ক্রয় করে ব্যবসায়ীরা ট্রাক, পিক-আপসহ অন্য যানবাহনে সাতক্ষীরা, খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। প্রতিদিন টন টন মাছ এখান থেকে সরবরাহ হয়ে থাকে। মাছ ভেজান-ধোয়া পানি নালা দিয়ে মহেশ্বরকাটি স্লুইচ গেটের খালে পড়ে থাকে। এতে অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। কোন কোন ব্যবসায়ীর হরিনা ও ছাটি মাছের উচ্ছিষ্ট অংশ কালভার্টের পাশে নদীতে ফেলার কারণে। ফলে নদীর পানি ও আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহেশ্বরকাটি খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ