Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ওরাল ডেন্টাল হেলথ সার্ভে ও প্রি ডেন্টাল হেলথ কেয়ার ক্যাম্প’

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ঢাকার ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ এর উদ্যোগে
কক্সবাজার ব্যুরো : ঢাকার উত্তরা ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ এর উদ্যোগে গতকাল কক্সবাজারের কলাতলীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ওরাল ডেন্টাল হেলথ সার্ভে ও প্রি ডেন্টাল হেলথ কেয়ার ক্যাম্প’। কলাতলীর আদর্শ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ওই ক্যাম্পে স্কুলের ৫শতাধিক শিক্ষার্থীদের ওরাল ডেন্টাল হেলথ কেয়ার সম্পর্কে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
‘সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ এর শিক্ষক প্রফেসর ডা. মুহাম্মদ তাউফিক হোছাইন চৌধুরীর নেতৃত্বে ৯জন শিক্ষক ও ১৬ ব্যাচের ৮৩ জন শিক্ষার্থী এই সার্ভে ও ক্যাম্পে অংশ গ্রহণ করেন।
প্রফেসর তাউফিক হোছাইন জানান, গ্রামীণ জনপদে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণার আলোকে ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল’ গ্রামীণ জনপদে এই রকম সার্ভে ক্যাম্পের আয়োজন করে থাকে। কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. মুহিউদ্দিন আহমদ ও ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. আসাদুজ্জামন মিশা এর তত্ত্বাবধান ও পৃষ্টপোষকতা দিয়ে থাকেন।
তিনি আরো বলেন, নতুন যারা ডাক্তার হতে যাচ্ছে তাদেরকে যোগ্য করে গড়ে তোলার ব্যাপারে এই সার্ভে ক্যাম্প একটি প্রশিক্ষক কোর্সের কাজ করে থাকে। এছাড়াও গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা দেয়ার অভিজ্ঞতা তারা এই ক্যাম্প থেকে অর্জন করতে পারে। পাশাপাশি এই সার্ভে ক্যাম্প গুলোতে মূখের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও ফ্রি চিকিৎসা দেয়া হয়ে থাকে।
৮৩ জন শিক্ষার্থীদের সাথে এই সার্ভে ক্যাম্পে অংশ গ্রহণ করেন, ওই কলেজের আরো ৮জন শিক্ষক যথাক্রমে ডা. মিজানুর রহমান, ডা. মুশফিকুর রহমান, ডা. জুনায়েদ আহমদ, ডা.আঞ্জুমান আরা, ডা.সুপন কান্তি নাথ, ডা. আশেকে ইলাহী নূও, ডা. ক্লুপা পিনা পোদ্দার ও তারান্নুম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ