পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ সুপ্রিম কোর্ট পরিদর্শন করতে পারেন
রাশিয়ার প্রধান বিচারপতি ভিয়াচেসলাভ এম লেভদেভ ঢাকায়। গতকাল রোববার সকাল ৯ টার দিকে তিন দিনের সফরে বিশেষ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। (আজ) সোমবার রাশিয়ার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট পরিদর্শন করার কথা রয়েছে। রাশিয়ার প্রধান বিচারপতির সফরসূচির অংশ হিসেবে গতকাল তিনি গুলশানে রাশিয়ান দূতাবাসে থাকবেন। সোমবার সকাল এগারোটায় দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে সোয়া এগারোটার দিকে সুপ্রিম কোর্টের সঙ্গে সমঝোতা স্বারক সই করবেন। এরপর দুপুর ১২ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৃক্ষরোপন করবেন। সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের কার্যক্রম দেখবেন। এরপর দুপুর আড়াইটায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকালে সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যাবেন। এরপর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। মঙ্গলবার বিকালে তিনি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়।
উল্লেখ, প্রধান বিচারপতি এসকে সিনহা রাশিয়ার প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।