Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব না তামিম

কে হচ্ছেন নতুন অধিনায়ক?

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গুঞ্জন উঠেছে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ঘরের মাঠে টাইগারদের পরের টেস্ট সিরিজ শ্রীলংকার বিপক্ষে। সেই টেস্ট সিরিজে মুশফিকের বদলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে?
বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের অধীনে সাফল্য পেলেও অধিনায়কত্ব নিয়ে সবসময়ই প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়, শ্রীলংকার মাটিতে সিরিজ ড্র। মুশফিকের অধিনায়কত্বে টাইগাররা পেয়েছে এমন কিছু সাফল্য। তবে অধিনায়ক মুশফিকের সিদ্ধান্ত ও মাঠের বাইরের মন্তব্যে সমালোচনা হয়েছে সবসময়। যার সর্বশেষ উদাহরণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ।
দুই টেস্টেই মুশফিক টসে জিতে বোলিং নেবার সিদ্ধান্ত নেন, যা অবাক করেছে ক্রিকেট বিশ্লেষকদের। পাশাপাশি মুশফিকুর রহিমের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। এছাড়া সংবাদ সম্মেলনে এসে গা বাঁচাতে গিয়ে উল্টা হতাশা প্রকাশ করে মুশফিকের করা মন্তব্যকেও অধিনায়কসুলভ নয় বলে জানিয়েছেন অনেকেই। যার ফলে টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মুশফিক! এমন খবর প্রকাশ করেছে দেশের শীর্ষ একটি দৈনিক। অধিনায়ক অবশ্য পুরো ব্যাপারটিই ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর। দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মলনে এসে জানালেন, দলকে নেতৃত্ব দিয়ে যেতে চান তিনি, ‘আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের ওপর। তারাই আমাকে এই সম্মান, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে।’
যদি সরেই যেতে হয় মুশফিককে, তবে কে হচ্ছেন বাংরাদেশের পরবর্তি টেস্ট অধিনায়ক? এই দৌড়ে এগিয়ে আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবির আগ্রহ সাকিবের দিকেই বেশি। সাবেক ক্রিকেটাররাও মত দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের পক্ষেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেছেন, ‘মুশফিকের বিকল্প হিসেবে এই মুহূর্তে মধ্যম সারির খেলোয়াড় যারা কিনা আরও পাঁচ-ছয় বছর নিয়মিত দলে খেলতে পারে, অধিনায়কত্ব-মস্তিষ্ক আছে, এমন কোনো ক্রিকেটারকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে তাই সিনিয়দের মধ্য থেকেই খুঁজতে হবে। সাকিব আল হাসানকেই মুশফিকের সেরা বিকল্প মনে হয়। সে বিশ্বমানের ক্রিকেটার।’
এদিকে বাংলাদেশের ধারাভাষ্যকর ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান পরবর্তি অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পক্ষে নিজের মতামত জানিয়েছেন, ‘যদি মুশফিক ছেড়ে দেয় অনেকে মনে করতে পারে টেস্ট অধিনায়কত্ব সাকিবকে দেওয়া যেতে পারে। তবে আমি মনে করি টেস্টে বর্তমান বাংলাদেশ দলের সহ অধিনায়ক তামিম ইকবাল হতে পারে ওর সেরা বিকল্প। একজন ব্যাটসম্যান হিসেবে সে যে ফর্মে আছে এবং অতীতে দেখেছি মাঠে সে যেভাবে সক্রিয় থাকে, আমার কাছে মনে হয় এখানে তামিমই সেরা।’

 



 

Show all comments
  • Faroque Akand Jubair ৯ অক্টোবর, ২০১৭, ১০:২৪ এএম says : 0
    কে হচ্ছে নতুন অধিনায়ক না বলে বলুন কে হবে নতুন কোচ । আমাদের কোচ বদলাতে হবে তাহলে সব ঠিক।
    Total Reply(0) Reply
  • Abu Sayed Bhuiya Rumon ৯ অক্টোবর, ২০১৭, ১০:২৪ এএম says : 0
    তামিম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ