Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আত্মবিশ্বাস বাড়ানো এক জয়

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার

দরজায় কড়া নাড়ছে দশম এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। আর মাত্র দুই দিন পর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধন হবে হিরো এশিয়া কাপের। দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় ফিরেছে এই টুর্নামেন্ট। তাই আসরটিকে স্মরণীয় করে রাখতে অক্লান্ত পরিশ্রম করছে আয়োজক বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট ও অত্যাধুনিক ইলেক্ট্রনিক স্কোরবোর্ড স্থাপনসহ এখানকার ভেতর ও বাহিরে নানা সংস্কার কাজ করা হয়েছে। সফল আয়োজনের পাশাপাশি মাঠের পারফরমেন্সেও পিছিয়ে থাকতে চায়না স্বাগতিকরা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, পাকিস্তান ও জাপান। আট জাতির এ আসরের ‘বি’ গ্রুপে খেলবে- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ওমান। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলার বাসনা ছিলো স্বাগতিকদের। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করেও শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পারেনি বাহফে। তবে কিছুটা হলেও আক্ষেপ ঘুচেছে। জাপানের সঙ্গে ৪০ মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজরা। গতকাল বিকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত আতœবিশ্বাস বাড়ানো এই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে জাপানকে। ম্যাচে কিন্তু দারুণ খেলেছে স্বাগতিকরা। অতিথি দল বাংলাদেশের কাছ থেকে ৪টি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও একটিতেও সফল হয়নি। তবে শেষ পর্যন্ত একটি গোল শোধ দিতে পেরেছে জাপান। ম্যাচের ৫ মিনিটে মিলন হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন নতুন পিসি স্পেশালিস্ট আশরাফুল ইসলাম (২-০)। তবে ৩৪ মিনিটে একটি ফিল্ড গোল তুলে নেয় সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ মাহবুব হারুন। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে দল ভালো খেলেছে। মিডফিল্ডে কিছুটা দুর্বলতা আছে। কারণ সারোয়ার খেলতে পারছে না। রানা কিছুটা অসুস্থ, তাই পিন্টু তার জায়গায় খেলেছে। আশাকরি টুর্নামেন্ট শুরুর আগেই এই ঘাটতি পূরণ হয়ে যাবে।’
জিমি-চয়নদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাহফে সাধারণ সম্পাদক আব্দুস সাদেকও। তার কথায়, ‘জাপানের বিপক্ষে ছেলেরা ভালো খেলেছে। ১৯৮৫ সালে এশিয়া কাপে যে দলটি খেলেছে তার চেয়ে বর্তমান দলটি অনেক ভালো। তারা অনেক গতিময় হকি খেলে। আশাকরি টুর্নামেন্টে তারা ভালো করবে।’
টুর্নামেন্টের সার্বিক দিক নিয়েও সন্তুষ্টির কথা জানান আব্দুস সাদেক। বাংলাদেশ-জাপান ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এনএসসি’র তত্ত্বাবধানে মওলানা ভাসানী স্টেডিয়ামে অবকাঠামোগত কাজ চললেও তা ধীরলয়ে। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে এখানকার সংস্কার কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সময় মতো তা শেষ করতে পারেনি এনএসসি। সর্বশেষ দিনক্ষণ ছিলো ৫ অক্টোবর। সেই তারিখও গত হয়েছে। টুর্নামেন্ট দরজায় কড়া নাড়লেও এখনো মওলানা ভাসানী স্টেডিয়ামের অনেক কাজই বাকি রয়েছে। আসর শুরু হতে বাকি মাত্র ৪৮ ঘন্টা। এরই মধ্যে সব কাজ শেষ করা সম্ভব কিনা? এমন প্রশ্নের জবাবে আরিফ খান জয় বলেন, ‘কাজের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। জাতীয় অনেক সমস্যার কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই যাবতীয় কাজ শেষ হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ