Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কীটনাশকের বিষক্রিয়ায় ভারতে ২০ কৃষকের মৃত্যু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কীটনাশকের বিষক্রিয়ায় ভারতের মহারাষ্ট্র প্রদেশের ভিদরভায় ২০ কৃষকের মৃত্যু হয়েছে। আরো ৬শর বেশি কৃষক কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকরা মাঠে কীটনাশক প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক কোনো কিছু ব্যবহার করেননি বলেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তুলাখেতে কাজ করতেন ২৯ বছর বয়সী ইন্দের রাথোড। তিনি গত সপ্তাহে মাঠে কীটনাশক প্রয়োগ করেন। তার পর থেকেই তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না। কীটনাশক প্রয়োগের জন তাকে প্রতিদিন ২শ থেকে আড়াইশ টাকা দেয়া হতো। বউ এবং তিন বাচ্চা নিয়ে তার সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। হঠাৎ করেই চোখের আলো নিভে যাওয়ায় প্রচন্ড হতাশা আর দুঃখ থেকে তিনি চারদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। ইন্দের রাথোডের মতো আরো বেশ কয়েকজন কৃষকও কীটনাশকের বিষক্রিয়ায় চোখের আলো হারিয়েছেন। অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ