রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার দক্ষিণে টাংগাবর ইউনিয়নে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাগলা থানার টাংগাবর ইউনিয়নের পাঁচাহার গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মুনজুর (২৮)-কে কুপিয়ে হত্যা করে। মুনজুরের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে রাতে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করে। টাংগাবর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন সাগর জানান, নিহত মুনজুর কুখ্যাত ডাকাত ছিল। পাগলা থানার ওসি মোঃ চাঁন মিয়া জানান, মুনজুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তাকে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ছোটবারই হাটি বউমরা খালে লাশ ফেলে রাখে। এছাড়া মুনজুরের বড় দুই ভাই মোঃ শামিমকে ৪ মাস আগে ও নুরুল ইসলাম ইন্দুরকে ৪ বছর আগে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা কুপিয়ে হত্যা করে। তারা ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই ডাকাত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়েরেরে প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।