Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন চিকিৎসকসহ চার জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাস ভবনের আশে পাশে বাড়তি নিরাপত্তা
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করেছেন চিসিৎসকসহ অন্তত চার ব্যক্তি। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হেয়ার রোডস্থ সরকারি বাস ভবনে গিয়ে একজন চিকিৎসক, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিষ্ট্রার ও প্রধান বিচারপতির একজন বন্ধ। এর আগেও একবার প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করেন সজল কৃষ্ণ ব্যানাজি। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ’র) কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান।
এদিকে প্রধান বিচারপতির সরকারি বাস ভবনে আশের পাশের এলাকায় নিরাপত্তার ব্যবস্থাও জোড়দার করা হয়েছে। বাসার চার পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও দায়িত্ব পালন করেছেন। বাসভবনের চার পাশে গণমাধ্যমে কর্মীরা অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতি বিদেশ যেতে পারেন এমন সংবাদের পর থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অবস্থান নেয়। অপরদিকে প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের সক্ষাতের পুলিশের বাধার প্রতিবাদে ও বিচার বিভাগের ভার্বমূতির রক্ষায় দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আইনজীবী সমিতির।
সূত্রে জানা যায়, প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সরকারি বাস ভবনে গিয়ে তার সঙ্গে তার চিসিৎসকসহ অন্তত চার ব্যক্তি সাক্ষাৎ করেন। চিকিৎসক ছাড়া অন্যারা হলেন আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার এবং প্রধান বিচারপতি একজন বন্ধু দেখা করেন। বিএসএমএমইউ’র চিকিৎসক সজল কৃষ্ণ ব্যানার্জি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তিনি বাসভবন থেকে বেরিয়ে যান। তিনি প্রধান বিচারপতি শারীরিক অবস্থা পর্যবেক্ষণে তার বাস ভবনে আসেন। তিনি প্রধান বিচারপতি ব্যক্তিগত চিকিৎসক বলে জানা যায়। এর আগে বেলা ৩টা ২০ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। একটি সাদা গাড়িতে করে বাসভবনের পূর্বদিকের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। বিকাল ৪টা ১৪ মিনিটে পশ্চিম দিকের গেট দিয়ে বের হয়ে যান। বেলা সোয়া ১২টার দিকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (অর্থ) ফারজানা ইয়াসমিন প্রধান বিচারপতির বাসায় যান। বিকাল ৫টা ১০ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার বন্ধু আতিক চৌধুরী। আতিক চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। এসব তথ্য সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এ সব বিষয়ে সুপ্রিম কোর্টের কোন কর্মকর্তা কথা বলেনি।
গত শুক্রবার প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। গত বৃহস্পতিবার এস কে সিনহার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে এসকে সিনহা স্বস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে যান পূজায় অংশ নিতে। গতকাল এস কে সিনহার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ পুলিশের বাধা ও বিচার বিভাগের ভার্বমূতির রক্ষায় আইনজীবী সমিতির নেতারা সারা দেশে বারে পাঁচ দিনে কর্মসূচি ঘোষণা করেছে আইনজীবী সমিতি।
প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে প্রেসিডেন্ট কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন তিনি। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন,তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতির

২৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ