নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য পরশু রাতটা ছিল একটু আলাদা। ইউরোপিয়ান অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে এদিন আলবেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে স্পেন। একটু উদযাপন তো করতেই পারে স্প্যানিশরা। কিন্তু পুরো স্পেন যে এখন কাতালানদের স্বাধীনতার প্রশ্নে উত্তাল। একদিকে স্বাধীনতার পক্ষে কাতালানরা যখন রাস্তায় নেমে আসছে, ঠিক তখন স্পেনবাসীরাও একসাথে থাকার পক্ষে রাস্তায় নেমে আসার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর বার্তাও এমন, ‘গণতন্ত্র রক্ষায় আমরা একসাথে আরো বেশি শক্তিশালী।’
তার মানে এটা স্পষ্ট যে কাতালানদের আলাদা হতে দেবে না স্পেন সরকার। রাজনৈতিক ময়দানের এই ঝড় এদিন আছড়ে পড়ে স্পেন-আলবেনিয়া ম্যাচের ভেন্যু আলিসেন্তে স্টেডিয়ামেও। স্পেন দলে যে খেলেন একজন কাতালান, জেরার্ড পিকে; কাতালানদের স্বাধীনতার পক্ষে যার কন্ঠ সর্বদাই সরব। যে কারণে ম্যাচ চলাকালীন সময়ে স্প্যানিশ ভক্তদের রোশানলে পড়তে হলো পিকেকে।
এদিন এক ঘন্টা মত মাঠে ছিলেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। এসময় যতবারই তার পায়ে বল গেছে ততবারই নিজ দেশের সমর্থকদের কাছ থেকে পেয়েছেন দুয়ো। গ্যালারিতে অনেকের হাতে ছিল তাকে ব্যঙ্গ করে লেখা ফেস্টুন-প্লাকার্ড। এর ব্যতিক্রমও যে চোখে পড়েনি তা নয়, এক ভক্তের হাতে দেখা গেল ‘পিকে তুমিই সেরা, আমি তোমার শার্টটা চাই’ লেখা প্লাকার্ড।
মাঠে যে এদিন এমন কিছু ঘটবে তা পিকে নিজেও জানতেন। যে কারণে ম্যাচের আগেই বলেছিলেন, ভক্তদের চাওয়া অনুযায়ী তিনি জাতীয় দল ছাড়বেন না। উল্লেখ্য, ম্যাচের আগে এও বলেছিলেন, কাতালানদের স্বাধীনতার প্রশ্নে প্রয়োজনে স্পেন জাতীয় দল ছাড়তে তিনি প্রস্তুত। তার প্রতি দুয়ো অবশ্য খেলায় কোন প্রভাব পড়েনি। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে যখন তাকে তুলে নেওয়া হয় দল তখন ৩-০ গোলে এগিয়ে।
তিনটি গোলই আসে প্রথমার্ধে ২৬ মিনিটের মধ্যে। প্রথমে ইসকোর বাড়ানো বল বুকে নিয়ে কোনাকুনি শটে জালে পাঠান রদ্রিগো। ৭ মিনিট পর ইসকো নিজেই একই রকম শটে নাম লেখান স্কোরশিটে। তিন মিনিট না যেতেই হেডের মাধ্যমে ব্যবধান ৩-০ করে দেন থিয়াগো আলকান্তারা। এ নিয়ে গ্রæপ পর্বে ৯ ম্যাচের আটটিতেই জিতল স্পেন, বাকিটা ড্র। টানা দ্বিতীয় ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আগামীকাল ইজরাইলের বিপক্ষে গ্রæপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না পিকে। একই কারণে জেরেুজালেমে হতে যাওয়া ম্যাচে অংশ নিতে পারবেন না ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ডেভিড সিলভাও। একই গ্রæপ ‘জি’এর দুই নম্বর দল ইতালি। এদিন তারা মেসিডোনিয়ার সাথে ড্র করে ১-১ গোলে। ফলে রাশিয়ার টিকিট হাতে পেতে এখন তাদের পেরুতে হবে প্লে-অফের বাধা।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নয়টি গ্রæপে অংশ নিচ্ছে ৫৪টি দল। প্রতি গ্রæপের শীর্ষ দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে অংশ নেবে। দ্বিতীয় শীর্ষ আট দলকে পেরুতো হবে প্লে-অফের বাধা। জিতলেও তাই দ্বিতীয় সেরা দল হয়েই প্লে-অফেই খেলতে হত ইতালিকে। নিজেদের মাঠে জর্জো কিয়েল্লিনির গোলে ৭৭তম মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্রয়ে আটকে যায় ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়নদের ভাগ্যে।
জমে উঠেছে ‘ডি’ এবং ‘আই’ গ্রæপের লড়াই। একটি করে ম্যাট বাকি থাকলেও এখান থেকে এখনো কেউ নাম লেখাতে পারেনি বিশ্বকাপের মূলপর্বে। অস্ট্রিয়ার মাঠে এদিন ‘ডি’ গ্রæপের শীর্ষ দল সার্বিয়া ৩-২ গোলে হেরে যাওয়ায় লড়াইটা জমে উঠে। এখানে শীর্ষ দিন দলের পয়েন্ট ব্যবধান মাত্র ২। দুই ও তিনে যথাক্রমে ওয়েলস ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। শেষ রাউন্ডে বিশ্বকাপ ভাগ্যে মুখোমুখি হবে তারা।
‘আই’ গ্রæপে তুরস্ককে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলা অনেকটা নিশ্চিত করেছে ফুটবলের নতুন চমক আইসল্যান্ড। শেষ ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কসোভো; আসরে যারা এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি। প্রথমবারের মত তাই বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারে ৩৪ লাখ জনসংখ্যার দেশটি।
একই গ্রæপে সমান ১৭ পয়েন্ট ক্রোয়েশিয়া ও ইউক্রেনের। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে ক্রেয়েশিয়া। দুর্বল ফিনল্যান্ডের সাথে এদিন ১-১ গোলে ড্র করে লুকা মড্রিচ-ইভান রাকিটিচের ক্রেয়েশিয়া। একদিকে তাদের ড্র আরেকদিকে কসোভোর মাঠে ইউক্রেনের ২-০ গোলের জয় রোমাঞ্চকর করে তুলেছে ‘আই’ গ্রæপের শেষ রাউন্ডের লড়াই। অপেক্ষা শেষ ম্যাচ পর্যন্ত। যে ম্যাচে আবার মুখোমুখি হবে ইউক্রেন ও ক্রেয়েশিয়া।
জর্জিয়া ০-১ ওয়েলস
স্পেন ৩-০ আলবেনিয়া
রি.অব আয়ারল্যান্ড ৩-০ আলবেনিয়া
তুরস্ক ০-৩ আইসল্যান্ড
অস্ট্রিয়া ৩-২ সার্বিয়া
ইতালি ১-১ মেসিডোনিয়া
লিখটেনস্টেইন ০-১ ইসরাইল
ক্রেয়েশিয়া ১-১ ফিনল্যান্ড
কসভো ০-২ ইউক্রেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।