Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই ৮ বছর পর জাতীয় যুব হ্যান্ডবল

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 রুমু, চট্টগ্রাম ব্যুরো 

দেশের প্রতিভাবান ও মানসম্পন্ন হ্যান্ডবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে তৃতীয় জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে। এবারের আয়োজনের ব্যবস্থাপনায় থাকছে সিজেকেএস। স্পন্সর হচ্ছে কে এন হারবার কনসোর্টিয়াম। বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। এ প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ১২ লক্ষ টাকা বাজেটের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান দিচ্ছে ১০ লক্ষ টাকা। অবশিষ্ট ২ লক্ষ টাকা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন প্রদান করছে। চার দিনব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ শেষ হবে ১২ অক্টোবর। গতকাল এক সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির সম্পাদক সৈয়দ আবুল বশর এসব তথ্য জানান। এসময় হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াহিদ দুলাল, সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও সিজেকেএস হ্যান্ডবল সম্পাদক আসলাম মোরশেদ বক্তব্য রাখেন।
বিগত দু’টি আসরেও চট্টগ্রাম ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ। ২০০০ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা। সেই আসরের ব্যবস্থাপনায় ছিল এ সংস্থাটি। প্রায় ৮ বছর পেরিয়ে ২০০৮ সালে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। ফেডারেশন প্রতিবছর নিয়মমিতভাবে আয়োজনের কথা থাকলেও নানা জাটিলতায় তা হয়ে ওঠেনি। এবারের চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী ১৪টি জেলার মোট ১৯৬ জন খেলোয়াড় ও ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। জেলাগুলো হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুষ্টিয়া, ফরিদপুর, চুয়াডাঙ্গা, মাদারিপুর, চাপাইনবাবগঞ্জ, নাটোর, বান্দরবান, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, জামালপুর ও পঞ্চগড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ