Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুইন্স ব্যাটন রীলে

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে আগামী ৪ এপ্রিল শুরু হচ্ছে ২১তম কমনওয়েলথ গেমস। শেষ হবে ১৫ এপ্রিল। গেমস উপলক্ষ্যে বরাবরের মতো এবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিভিন্ন কর্মসূচীর মধ্যে কুইন্স ব্যাটন রীলে আয়োজনের সিদ্ধান্ত পরিকল্পনা গ্রহণ করেছে। কমনওয়েলথ গেমসের প্রতি আসর শুরু হওয়ার আগে আয়োজক দেশের একটি প্রতিনিধি দল ইংল্যান্ডের রাণীর বার্তাসহ একটি ব্যাটন নিয়ে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশ পরিভ্রমন করে। এ ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে গত ১৩ মার্চ বাকিংহাম প্যালেস থেকে যাত্রা শুরু করে। দেশগুলো পরিভ্রমন শেষে দলটি আগামী ২৪ ডিসেম্বর ব্যাটনটি নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছাবে। বিশ্বের ৫২তম দেশ হিসেবে ব্যাটনটি নিয়ে এই প্রতিনিধি দল আগামীকাল ঢাকায় আসছে। চার সদস্যের দলের নেতৃত্বে থাকবেন মিস ক্যারী থমসন। পরিভ্রমন শেষে ১২ অক্টোবর প্রতিনিধি দলটি ব্যাটন নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এ উপলক্ষ্যে নানা তথ্য মিডিয়াকে জানাতে গতকাল বিওএ ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, কুইন্স ব্যাটন রীলে আয়োজক কমিটির আহবায়ক এবং বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর ও নজীব আহমেদ, কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও অস্ট্রেলিয়ান হাই কমিশনের নিরাপত্তা উপদেষ্টা ডেভিড জোনস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ