Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখঢাকা পোশাক নিষিদ্ধ করতে পারে ডেনমার্ক

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১:১১ এএম

ইনকিলাব ডেস্ক
মুসলিম মহিলাদের ঐতিহ্যবাহী নিকাব বোরখাসহ মুখ ঢেকে যায় এমন সব পোশাক নিষিদ্ধ করতে পারে ডেনমাক। এপি বার্তা সংস্থা গতকাল একথা জানিয়েছে। বিরোধী দলের প্রতিনিধিসহ ডেনিশ পার্লামেন্টের অধিকাংশ সদস্য এ ধরনের পোশাকের ওপর নিষেধাজ্ঞার পক্ষে। লিবারেল পার্টি অব ডেনমার্ক-এর প্রতিনিধি অ্যালেম্যান জ্যাকব-জেনসেন গতকাল পার্লামেন্টের একটি বৈঠকের পর বলেছেন, বিলটি কোন নির্দিষ্ট ধর্মের পোশাককে নির্দেশ করবে না এবং স্কার্ফ, রুমাল বা পাগড়ি পরাকে নিয়ন্ত্রণ করবে না। তবে এ বিলের ওপর ভোট গ্রহণের তারিখ এখনও নির্ধারিত হয়নি। প্রসঙ্গত, বার্তা সংস্থা জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা ইউরোপের বেশ কয়েকটি দেশ বিশেষভাবে ফ্রান্স, বেলজিয়াম এবং অস্ট্রিয়ায় বলবত করা হয়েছে। সূত্র : এপি।

 



 

Show all comments
  • mahmud sarker ৭ অক্টোবর, ২০১৭, ৭:২৫ এএম says : 0
    এদের শিক্ষার অভাব, এদের মধ্যে কোর অানের শিক্ষা নেই তাই এরা এমন কথা বলে, আমি এদের সাথে একমত নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ