Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০’র লোভে...

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতেই প্রথম শ্রেণি-টেস্ট-ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জন হ্যাস্টিংস। তবে বার বার ইনজুরিতে পড়াটাও তার অবসরের অন্যতম কারণ। হ্যাস্টিংসের অবসরের খবর গতকাল নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজের ক্রিকেট ক্যারিয়ারে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাত্র ১টি টেস্ট খেলেছেন হ্যাস্টিংস। ২০১২ সালে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি ছিলো তার প্রথম ম্যাচ। ওই ম্যাচে মাত্র ১ উইকেট ও ব্যাট হাতে ৫২ রান করেছিলেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ২৯ ওয়ানডে ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন হ্যাস্টিংস। ওয়ানডেতে ৪২ ও টি-২০তে ৭ উইকেট তার ঝুলিতে রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৩১ রানের পাশাপাশি ২৩৯ উইকেট শিকার করেছেন হ্যাস্টিংস।
২০১৬ সালে পেসারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ২৯ উইকেট শিকার করেছিলেন হ্যাস্টিংস। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। আর গেল মাসে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন হ্যাস্টিংস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ