রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সদেকুর রহমানের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে আ.লীগ মনোনীত প্রার্থী জিএম শুকুর আলীর কর্মী-সমর্থকরা। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানের ভাই আব্দুল ওহাব জানান, আওয়ামী লীগের প্রার্থী শুকুর আলীর নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা ধুমঘাট এলাকায় মোটরসাইকেলে শোডাউন দিচ্ছিল। ফিরে এসে তারা ধুমঘাট এলাকার সঞ্জয় দাশ, আবু বক্কর গাইন ও দাউদ গাইনের বাড়িতে হামলা করে। পরে তারা ওই তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে অন্তত ১০ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।