Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ আহত ১০

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সদেকুর রহমানের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে আ.লীগ মনোনীত প্রার্থী জিএম শুকুর আলীর কর্মী-সমর্থকরা। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানের ভাই আব্দুল ওহাব জানান, আওয়ামী লীগের প্রার্থী শুকুর আলীর নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা ধুমঘাট এলাকায় মোটরসাইকেলে শোডাউন দিচ্ছিল। ফিরে এসে তারা ধুমঘাট এলাকার সঞ্জয় দাশ, আবু বক্কর গাইন ও দাউদ গাইনের বাড়িতে হামলা করে। পরে তারা ওই তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। বাধা দিতে গেলে অন্তত ১০ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্যামনগরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ আহত ১০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ